শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ার মজিদ জরিনা ফাউন্ডেশন হাফিজিযা মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার বাদ জুম্মা স্থানীয় মসজিদে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি খোরশেদ আলম কাসেমী। বিশেষ অতিথি ছিলেন, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক বেপারী। সভাপতিত্ব করেন, মজিদ জরিনা ফাউন্ডেশন হাফিজিযা মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা হোসাইন আহমাদ।
অনুষ্ঠানে শরীয়তপুরের বিশিষ্ট সমাজ সেবক ও পালং মধ্য বাজার বণিক সমিতির সভাপতি বি এম মকবুল হোসেন এর ছোট ছেলে হাফেজ বি এম সাইফুল হোসেন সহ ১৪ জন হাফেজ কে পাগড়ি প্রদান করা হয়। এছাড়াও তাদের সসম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব