নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াই হাজরে বিএনপির ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণকালে বাধা দেয় ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থক পন্থীরা।
সোমবার সকালে থেকে কেন্দ্রীয় বিএনপি'র মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। বিতরণকালে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি, বান্টি ও পুরিন্দা এলাকায় পৌঁছালে আজাদ পন্থীরা বাঁধা প্রদান এবং লিফলেট বিতরণে নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময়ে স্থানীয় এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হন বাধা প্রদানকারী আজাদ পন্থীরা।
হামলায় উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ মিয়াসহ ৮/১০ জন আহত হন। পাচরুখি এলাকায় পারভীন সমর্থকের গাড়ি পৌঁছালে, সাংবাদিকদের বহনকরা গাড়ীতে শুটার সজিব নামের আজাদের এক ক্যাডার গুলি করার হুমকি দিয়ে গাড়ি তাড়িয়ে দেয়। পরে আজাদের সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত উল্লাহ জানান, দুপক্ষের বিক্ষুব্ধ ঘটনার কথা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব