নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়।
রাত ৮টার দিকে ছাত্র-জনতারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং ব্যাপক ভাঙচুর শুরু করেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলেও ছাত্র-জনতাকে রুখতে পারেননি।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে, যার মধ্যে ছিল "দলে দলে যোগ দিন, মুজিববাদের কবর দিন", "মুজিববাদ মুর্দাবাদ", এবং "ধুলায় মেশাও তাড়াতাড়ি ৩২ এর দালানবাড়ি"।
‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর মুখপাত্র ফানতাসির মাহমুদ জানান, “আমরা সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছি। প্রতি মিনিটে শতশত মানুষ আসছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।”
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব