বাংলার গৌরব ডেস্ক: পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডেরডিস্ট্রিবিউটরদের সহজ ও সুবিধাজনক ফাইন্যান্সিং সল্যুশন দেওয়ার লক্ষ্যেম্যানুফ্যাকচারিংপ্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে সহজ শর্তে টার্ম লোন নিতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে করবে আরো সহজ ও নির্বিঘ্ন।
এই উদ্যোগের ফলে পিডিলাইটের ডিলার ও ডিস্ট্রিবিউটররা বিশেষভাবে উপকৃত হবেন। কারণ, এখন থেকে তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে তাদের প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটালেরযোগান পাবেন।
এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে জামানতসহএবং জামানতবিহীন— উভয় প্রকার ঋণ সুবিধাই গ্রহণ করতে পারবেন। এছাড়াও, তারা ব্যাংকটির কর্পোরেট ব্যাংকিংয়ের আধুনিক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে দ্রুত ও সহজেই পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন।
৯ ফেব্রুয়ারি ২০২৫ পিডিলাইটের অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিপত্র হস্তান্তর করেন পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর মৈনাক দত্ত এবং ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।
এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক কর্পোরেট ব্যাংকিংয়ের এরিয়া হেড খালেদ আল ফেসানি, হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর, এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন এবং পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের চিফ অব ফাইন্যান্স শেখ আব্দুল মোমেন এফসিএ এবং ম্যানেজার অব ট্রেজারি মোহাম্মদ রেজাউল কবির।
এই চুক্তির মাধ্যমে পিডিলাইটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশের অ্যাডেসিভ মার্কেটে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিও অর্জিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব