নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ঢালে মোটরসাইকেলে ধাক্কায় অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু।
বুধবার(১২ ফেব্রুয়ারি)রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২ টার দিকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) সুমন জানান,আমরা খবর পেয়ে শ্যামপুর পোস্তগোলা ব্রিজে ঢালে এক নারীকে আহত আহত অবস্থায় দেখতে পাই।পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকনিতে ঘোষণা করে।
তিনি আরো জানান, আশেপাশের লোকের মুখে জানতে পারি ওই নারী রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। দে তোর নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সি আই ডি ক্রাইম সিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব