নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গত রোববার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বদলির আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশ বাতিলের দাবিতে আজ দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর বদলির আদেশ বাতিল চেয়ে লিখিত আবেদন জমা দেন।
শিক্ষার্থীদের দাবি, ছয় মাস আগে অধ্যক্ষ আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জে আসেন। তিনি অত্যন্ত ভালো একজন শিক্ষক। অধ্যক্ষ হওয়া সত্ত্বেও তিনি নিজে বিভিন্ন ক্লাসে গিয়ে ইংরেজি পড়ান। তিনি আসার পর শিক্ষার্থীদের উত্তরপত্র প্রদর্শন করার উদ্যোগ নেন। এতে শিক্ষার্থীরা ভুলত্রুটিগুলো ধরতে পারেন এবং সেই অনুযায়ী সমাধানের উদ্যোগ নিতে পারেন। এ জন্য শিক্ষার্থীরা তাঁর বদলির আদেশ বাতিলের দাবি জানান।
যোগাযোগ করলে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘সরকারি চাকরি করি। সরকারি আদেশ হয়েছে বদলির। আমি আদেশের প্রতি শ্রদ্ধাশীল।’ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘আমি অধ্যক্ষ। কিন্তু আমি ইংরেজির অধ্যাপক। আমি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে ইংরেজি ক্লাস নিতাম। সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান ও কলেজের উন্নয়ন করার চেষ্টা করেছি। এ কারণে হয়তো শিক্ষার্থীরা আমার প্রতি ভালোবাসা থেকে এটা করেছে।’
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব