আনোয়ার পারভেজ : ১৯৭১ সালের ২৫শে মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ডিজিটাল মিলনায়তনে প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১১ ঘটিকা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, বেগমগঞ্জ মডেল থানার (ওসি) তদন্ত বি.এম আজম সুলতান, লক্ষ্মীনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফি উদ্দিন, মুক্তিযোদ্ধা তরিক উল্যা জিন্নাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মির্জা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে। কেউ ভুলবে না এমনকি এ জঘন্য ঘটনার স্মৃতি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। তাই গণহত্যা ও মহান স্বাধীনতা আমাদের জাতীর হৃদয়ে লিখা থাকবে। তাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাঙ্গালী জাতি গনহত্যা ও স্বাধীনতার স্মৃতি রক্ষায় ভূমিকা রাখতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব