নিজস্ব প্রতিবেদক: আজ রোববার কোম্পানি পর্যায়ের করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত। তবে ইতিমধ্যে সময়সীমা আরও দেড় মাস বাড়ানো হয়েছে, এখন কোম্পানিগুলো ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে।সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে।
সাধারণত ১ জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারে কোম্পানি করদাতারা। কিন্তু এবার দুই দফা সময় বাড়ানো হলো। বর্তমানে প্রতি বছর গড়ে ৫০ হাজারের মতো কোম্পানি রিটার্ন দেয়। সারা বছরের আয়-ব্যয়ের খবর জানিয়ে এসব কোম্পানি করপোরেট কর দেয়।
এই পর্যন্ত যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তর থেকে প্রায় সোয়া দুই লাখ কোম্পানি নিবন্ধন নিয়েছে। তাদের বার্ষিক আয়কর বিবরণী দাখিল করা বাধ্যতামূলক।এ দিকে গত ১৬ ফেব্রুয়ারি ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়। এ বছর সব মিলিয়ে ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন করদাতা রিটার্ন দিয়েছেন। এনবিআর কর পেয়েছে মাত্র ৩ হাজার ১৪৪ কোটি টাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক : জোনায়েদ মানসুর
প্রকাশক কর্তৃক ৮০/১ নয়াপল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৯২, ভূঁইয়াপাড়া রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৭৮৯৪২১৪৪৪, ০১৯১৩৫৫৫৩৭১
ইমেইল : infobanglargourab@gmail.com, pressjonaed@gmail.com (বিজ্ঞাপন),
ওয়েবসাইট : www.banglargourab.com
© All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব