দৈনিক বাংলার গৌরবের বিভাগীয় শহর,
জেলা ও উপজেলা স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের
জন্য কিছু পরামর্শ ও নির্দেশনা
১. গতানুগতিক ও মান্ধাতার আমলের সাংবাদিকতার পুরনো ধ্যান-ধারণাকে ঝেড়ে ফেলে আমরা আধুনিক মনষ্ক, ইতিবাচক ও উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী। ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থে কারও পক্ষে বা বিপক্ষে আমরা নই। কোনো অবস্থাতেই শুধু বিরোধিতা বা শত্রুতার জন্য কারও বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না।
২. অপরাধ, অনিয়ম ও দুর্নীতির নিউজ করার ক্ষেত্রে একাধিকবার ঘটনার সত্যতা যাচাই-বাছাই করে অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নিয়েই কেবলমাত্র নিউজ করা যাবে। কোনো পক্ষের বক্তব্য ছাড়া অথবা কাউকে পাওয়া যায়নি এ অজুহাতে নিউজ পাঠানো যাবে না। এ ক্ষেত্রে ব্যক্তি স্বার্থে অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হেয় করার জন্য বা সম্মান হানি করার জন্য কোনো নিউজ পাঠানোর প্রমাণ পাওয়া গেলে ওই প্রতিনিধি আমাদের দৈনিক বাংলার গৌরব পত্রিকায় কাজ করার যোগ্যতা হারাবেন।
৩. প্রত্যেক প্রতিনিধিকে মনে রাখতে হবে যে, প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা (যেমন সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ, মারামারি, প্রাকৃতিক দুর্ঘটনা, নদীভাঙন, আত্মহত্যা, ছাত্র সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ) যা টিভি, রেডিও এবং অনলাইনে সারাদিন ধরে প্রচারিত হচ্ছে, সেই নিউজের গভীরে গিয়ে ভিন্ন আঙ্গিকে নিউজ পাঠাতে হবে। এসব ক্ষেত্রে সিন্ডিগেটিং নিউজ গ্রহণ করা হবে না, অবশ্যই ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে, খোঁজ-খবর নিয়ে এবং সবার বক্তব্য সংগ্রহ করেই নিউজ পাঠাতে হবে।
৪. অনেকেরই ধারণা, কোনো ঘটনা ঘটলেই কেবল নিউজ হয়। এটি একটি প্রাচীন ও মান্ধাতার আমলের চিন্তাভাবনা। একজন সাংবাদিককে তার প্রখর দৃষ্টিভঙ্গি, মেধা ও যোগ্যতা দিয়ে নিউজ তৈরি করতে হয়। দৈনিক বাংলার গৌরব যেহেতু ইতিবাচক ও উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী, তাই আমরা উন্নয়ন চিত্র, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাফল্য, প্রাচীন ঐতিহ্য, বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন কাহিনী, ঐতিহাসিক স্থানের বর্ণনা, পর্যটন কেন্দ্রের বর্ণনা ও আপনার এলাকার ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের কাহিনী তুলে ধরতে চাই। একই সঙ্গে আপনার জেলা ও উপজেলার পরিচিতিও আমরা নিয়মিত ছাপতে চাই।
৫. আপনার এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক স্কুল ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতিসহ প্রতিষ্ঠানপ্রধান- উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের সাক্ষাৎকার আমরা ছাপতে চাই। সাক্ষাৎকার ছাপতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতিসহ সদস্যদেরও।
৬. আপনার এলাকার জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভার ইতিহাস-ঐতিহ্য আমরা তুলে ধরতে চাই। সাক্ষাৎকার নিতে চাই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সিটি করপোরেশন, মেয়র ও কাউন্সিলর, প্রতিটি পৌরসভার চেয়ারম্যন ও কাউন্সিলারের সচিত্র সাক্ষাৎকার ছাপতে চাই। একই সঙ্গে আপনার এলাকার কবি, সাহিত্যিক ও লেখকদের কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনীসহ যে কোনো ধরনের লেখাও আমরা নিয়মিত গুরুত্বসহকারে ছাপতে চাই। আপনি তাদের সঙ্গে পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগ করে লেখা পাঠানোর ব্যবস্থা করবেন।
৭. সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে সিরিজ নিউজ করতে হবে। শহরের রাস্তা-ঘাট, পানি সরবরাহ, বিজলী বাতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, বিনোদন কেন্দ্রের অবস্থা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অবস্থা এবং পৃষ্ঠপোষকতা, সাহিত্যাঙ্গন ও পাবলিক লাইব্রেরি, বাস, রেল ও লঞ্চ স্টেশনে যাত্রী দুর্ভোগ, ফায়ার সার্ভিসের সেবা ও শহরে চাঁদাবাজি-ইত্যাদি বিষয়ে সরেজমিনে ঘুরে সচিত্র নিউজ করতে হবে।
৮. এ জন্য আপনার এলাকার প্রবীণ রাজনীতিবিদ, সফল শিল্পপতি ও ব্যবসায়ী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, বীর মুক্তিযোদ্ধা, স্বনামধন্য ক্রীড়াবিদ, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্র শিল্পী, নাট্যকার, অভিনেতা ও গুণী মণিষীদের ছবিসহ জীবন কাহিনী আমরা অত্যন্ত গুরুত্বসহকারে ছাপতে চাই। শুধু তাই নয়, আপনার এলাকার পুরনো লাইব্রেরি, প্রাচীন প্রতিষ্ঠান, ঐতিহাসিক মসজিদ বা মন্দির, জমিদারবাড়ি, বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিত্যক্ত বাড়ি, চেম্বার অব কমার্স, ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাহিত্য সংগঠন, বিনোদনকেন্দ্র, সিনেমা হল, নাট্যশালা, শরীরচর্চা কেন্দ্র, পুরনো ক্লাব, ব্যবসা প্রতিষ্ঠান, পুরনো হোটেল, মিষ্টির দোকান, চা-স্টল, নামকরা রাঁধুনি, বাবুর্চি, প্রবীণ পত্রিকার এজেন্ট ও হকার, অবসরপ্রাপ্ত বিশিষ্ট ও গুণী মানুষজন, এনজিওর কর্তা ব্যক্তি, নারী সংগঠনের নেত্রী, বৈশাখী মেলা বা গ্রামীণ যে কোনো মেলা, চৈত্রসংক্রান্তি, পৌষ পার্বণ ও হালখাতার সচিত্র খবর যেমন চাই, তেমনি আমরা গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে চাই। তার সচিত্র জীবন কাহিনী আমরা দেশবাসীর সামনে গুরুত্বসহকারে তুলে ধরতে চাই।
৯. আপনার চারপাশে যেসব সমস্যা বিরাজ করছে- যেমন ভাঙাচোরা রাস্তা, নিরাপদ পানি সরবরাহ নেই, সেতুর অভাবে এলাকাবাসীর দুর্ভোগ, সরকারি জায়গা-জমি দখল, নদী দখল, স্কুলের খেলার মাঠ নেই, বাস স্টেশনে যাত্রী ছাউনি নেই, গ্রন্থগারে বই নেই অথবা বই আছে তো পাঠক নেই, ফুটপাত দখল বা ইজারা, যত্রতত্র গাড়ি পার্কিং, শহরের যেখানে-সেখানে ময়লা আবর্জনা, পরিবেশ দূষণ, বখাটেদের উৎপাত, মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা ও নেশাগ্রস্ত যুব সমাজ, অবৈধ অস্ত্রের মহড়া, পুলিশ লাইনে জায়গা সংকুলান হয় না, ছাত্র-ছাত্রী হোস্টেলের সংকট, হাসপাতাল নামে ব্যবসা, অস্বাস্থ্যকর খাবার বিক্রি, রেলস্টেশনে অসামাজিক কাজকর্ম, খেয়া পারাপার, নড়বরে বাঁশের সাঁকো, বিপজ্জনক বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার, ইভ টিজিং, অশ্লিল যাত্রাপালা বা নৃত্যানুষ্ঠান, বাসা-বাড়িতে চুরি, ডাকাতি, শব্দদূষণ, পানিদূষণ, পরিবেশদূষণ———-ইত্যাদি সমস্যার সরেজমিন ও অনুসন্ধানমূলক রিপোর্ট চাই আমরা। এতে করে এলাকায় আপনার যেমন- সুনাম বৃদ্ধি পাবে, তেমনি পত্রিকার মান ও পাঠকপ্রিয়তাও বাড়বে।
১০. একটি পত্রিকার জন্য ভালো মানের এক্সক্লুসিভ ছবিই হচ্ছে অন্যতম প্রধান চাহিদা। একটি ভালো ছবি যেমন আপনার সাংবাদিকতার জীবন সুনামে ভরে দিতে পারে, তেমনি একটি ভালো ছবি পত্রিকারও মর্যাদা বৃদ্ধি করে। তাই উল্লিখিত বিষয় এমনকি এর বাইরেও ভিন্ন ভিন্ন বিষয়ে আপনি প্রতিদিনই ভালোমানের ছবি পাঠাবেন।
১১. আপনার বিভাগীয়, জেলা ও উপজেলা শহর থেকে ট্রেন, বাস, লঞ্চ ও উড়োজাহাজ রুট, দূরত্ব, ভাড়া ও যানবাহন ছাড়ার সময় উল্লেখ করে একটি চার্ট পাঠাবেন। আপনার শহরের বিশেষ বিশেষ আকর্ষণ, পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র এবং খাবার-দাবারের ওপর বিশেষ ফিচার লিখে পাঠাবেন।
১২. একটি পত্রিকা টিকে থাকে তার আয়ের ওপর। আর আপনিও হতে পারেন সেই আয়ের অন্যতম উৎস্য। আপনার এলাকার সমস্ত সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ অফিস, শিল্প কারখানা, দেশি-বিদেশি কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, চেম্বার, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে আপনিও নিয়মিত বিজ্ঞাপন সংগ্রহ করে একদিকে আপনিও যেমন লাভবান হতে পারেন, তেমনি পত্রিকাকেও সহায়তা করতে পারেন। যেহেতু আপনি আমাদের দৈনিক বাংলার গৌরব পত্রিকার একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাই নিউজের পাশাপাশি বিজ্ঞাপন সংগ্রহও আপনার অন্যতম দায়িত্ব। এর পাশাপাশি পত্রিকার চাহিদা বৃদ্ধির জন্য স্থানীয় এজেন্ট ও হকারদের সঙ্গে নিয়মিত যোগাযোগও আপনাকে রক্ষা করতে হবে। পত্রিকার বিজ্ঞাপনের বিল ও এজেন্টদের পত্রিকার বিল যাতে যথাসময়ে পরিশোধ করে বা আদায় করা যায় সেদিকটিও আপনি যথেষ্ট গুরুত্বসহকারে লক্ষ্য রাখবেন বলে আমাদের বিশ্বাস।
১৩. আমরা বিশ্বাস করি, উল্লিখিত বিষয়গুলো যদি আপনি গুরুত্বসহকারে উপলব্ধি করেন, তবে আপনি ও আমরা উভয়েই লাভবান হবো। উল্লিখিত কোনো বিষয়ই হয়তো আপনার কাছে নতুন কিছু নয়। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মহান পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাই এসবই তো আপনার কাজ। যা প্রতিদিনই আপনি করে থাকেন। এবার আমরাও চাই আমাদের চাহিদামতো উল্লিখিত বিষয়ে আপনি মনযোগী হবেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে আপনিও হবেন বিরাট সহায়ক শক্তি। আল্লাহ হাফেজ।
জোনায়েদ মানসুর
ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক বাংলার গৌরব,
pressjonaed@gmail.com