1. pressjonaed@gmail.com : Jonaed Mansur : Jonaed Mansur
  2. admin@banglargourab.com : banglarg :
  3. infobanglargourab@gmail.com : Rumi Jonaed : Rumi Jonaed
ভারপ্রাপ্ত সম্পাদক জোনায়েদ মানসুর - দৈনিক বাংলার গৌরব
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:২০|

ভারপ্রাপ্ত সম্পাদক
জোনায়েদ মানসুর

মু. জোনায়েদ মানসুর, Md. Jonaed Mansur. তিনি পিরোজপুর জেলায় ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জোনায়েদ মানসুর  পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে এসএসসি, ঢাকা তেজগাঁও কলেজ থেকে বাণিজ্য বিষয় এইচএসসি পাস করেন। ঢাকার সরকারি বাঙলা কলেজে থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম (ডিএসবিজে) ইনিস্টিটিউট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম (পিজিডিবিজে) প্রথম বিভাগে ডিপ্লোমা সম্পন্ন করেন। সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে রয়টার্স, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয় থেকে প্রায় তিন ডজন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। এইচএসসি থেকেই সংবাদপত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগে লেখাপড়ার সময় শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক প্রকাশনা ‘মুক্তস্বর’ সম্পাদনা করেন। তিনি ঢাকার স্থায়ী বাসিন্ধা।

বর্তমান কর্মস্থল : ভারপ্রাপ্ত সম্পাদক- দৈনিক বাংলার গৌরব, সম্পাদক- উদ্যোক্তা বাংলাদেশ (বিজনেস নিউজ এজেন্সি),

সাবেক কর্মস্থল অভিজ্ঞতা : নির্বাহী সম্পাদক- দৈনিক জবাবদিহি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ- সিনিয়র প্রতিবেদক ও বিজনেস বিট ইনচার্জ। দৈনিক আলোকিত বাংলাদেশ- সিনিয়র প্রতিবেদক ও বিজনেস এডিটর, দৈনিক স্বদেশ প্রতিদিন- সিনিয়র প্রতিবেদক ও বিজনেস এডিটর ইন-চার্জ। সহসম্পাদক -দৈনিক যায়যায়দিন, সিনিয়র রিপোর্টার (বিজনেস এডিটর ইনচার্র্জ), দৈনিক আমাদের আলোকিত সময়- (কেয়ারটেক্স গ্রুপ),

প্রধান প্রতিবেদক ব্রেকিংনিউজবিডি ডটকম (আমান বিল্ডার্স লি.), সিনিয়র রিপোর্টার (হেড অব বিজনেস)-ডিনিউজবিডিডটকম-(গোলাম মাওলা রনি সম্পাদিত- সাবেক এমপি-সেবল্ট-গ্রুপ), বাংলার চোখ (সংবাদ সংস্থা)- বিশেষ প্রতিনিধি, বাংলামেইল২৪ডটকম (আজীম গ্রুপ)- স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের ডাক-স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের অর্থনীতি-স্টাফ রিপোর্টার, হাজারিকা প্রতিদিন-স্টাফ রিপোর্টার, অন্য দিগন্ত, স্বাধীন ভাষা ও বাংলার আভা (আঞ্চলিক দৈনিক)।
ম্যাগাজিন : যুগ্ম বার্তা সম্পাদক- সাপ্তাহিক বাংলার ডাক (বর্তমানে দৈনিক), প্রধান প্রতিবেদক- সাপ্তাহিক সমধারা, নির্বাহী সম্পাদক-পাক্ষিক শিক্ষা সমাচার, অর্থ দিগন্ত-যুগ্ম সম্পাদক,  বার্তা প্রবাহ- প্রধান প্রতিবেদক। সাহিত্য ম্যাগাজিন মুক্তস্বর-সম্পাদক, মাসিক মাটি আমার-বিভাগীয় সম্পাদক, অনু লেখক-ঢাকা কোষ-বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সম্পাদিত।

ইমেইল :pressjonaed@gmail.com
তিনি একাধারে কবি, সাংবাদিক ও উদ্যোক্তা। ২০০৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ তোমায় ভালোবাসি প্রকাশিত হয়। বর্তমানে কবিতা, গল্প, প্রবন্ধ ও সংকলনে প্রায় ৩০টি পাণ্ডুলিপি রয়েছে। ২০০২ সাল থেকেই পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন। দৈনিক যুগান্তরে ২০০৩ সালে প্রথম তার নাম ছাপা হয়। এছাড়া ইত্তেফাক, আজকের কাগজ, ইনকিলাব, আমার দেশ পত্রিকায় নিয়মিত লিখেন।

                       © All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব