নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অনুসন্ধানী সাংবাদিকদের একমাত্র পেশাজীবী সংগঠন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ)-এর উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস-এর স্কাইডেক রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে সংগঠনের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইজেএফ-এর সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ অতিথিদের স্বাগত জানান। সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ, ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে স্বল্প পরিসরে মতবিনিময় হয়।
সাংবাদিকরা এ সময় বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তবে এ ধরনের সাংবাদিকতা করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংবাদিকরা যেন সাহসিকতার সঙ্গে কাজ করতে পারেন, সে বিষয়ে সবাই একমত প্রকাশ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের এ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।