1. pressjonaed@gmail.com : Jonaed Mansur : Jonaed Mansur
  2. admin@banglargourab.com : banglarg :
  3. infobanglargourab@gmail.com : Rumi Jonaed : Rumi Jonaed
তাপসের ওয়ান মোর জিরো কমিউনিকেশনসের পেটে ভ্যাটের ২৪ কোটি টাকা - দৈনিক বাংলার গৌরব
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:০৪|
শিরোনাম :
বায়তুল মোকাররম এফ ক্যাটাগরি দোকান মালিক সমিতির নির্বাচিত কমিটিকে সংবর্ধনা নতুন ভোটার ৬৩ লাখ, বাদ পড়েছে মৃত ২৩ লাখ এশিয়াটিকের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইসি তাপসের ওয়ান মোর জিরো কমিউনিকেশনসের পেটে ভ্যাটের ২৪ কোটি টাকা হাইপেরিয়ন ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট চেয়ারম্যান শামসুলের ভয়ংকর প্রতারণা স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস-পিও হাতিয়েছেন শতকোটি টাকা এলিট সিকিউরিটি সার্ভিসেসের হাজার কোটি টাকার আয় গোপন, করফাঁকি শত কোটি! বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলো ফোরাম জোট ছয় কারখানার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত, ২৮ এপ্রিল হিসাব নিকাশ  আনিসুল হকের কথিত বান্ধবী তৌফিকার ৩৮ ব্যাংক হিসাব ফ্রিজ

তাপসের ওয়ান মোর জিরো কমিউনিকেশনসের পেটে ভ্যাটের ২৪ কোটি টাকা

বাংলার গৌরব ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২ টাইম ভিউ

গানবাংলার কৌশিক হোসেন তাপস

বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান ও সুরকার, সংগীতপরিচালক কৌশিক হোসেন তাপস। আলোচিত এই তাপসের আরেক প্রতিষ্ঠান ‘ওয়ান মোর জিরো কমিউনিকেশনস লিমিটেড’। বিজ্ঞাপন ও কমিউনিকেশনস নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি চার বছরে প্রায় ২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এই ফাঁকি উদ্ঘাটন করেছে। ফাঁকি দেওয়া ভ্যাট আদায়ে সম্প্রতি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটকে প্রতিবেদন দিয়েছে ভ্যাট গোয়েন্দা। ইতোমধ্যে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট থেকে ভ্যাট আদায়ে দাবিনামা জারি করা হয়েছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, ওয়ান মোর জিরো কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ উঠায় তা নিরীক্ষার উদ্যোগ নেয় ভ্যাট গোয়েন্দা। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করা হয়। এতে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি উঠে আসে। ভ্যাট গোয়েন্দার প্রতিবেদন বলছে, ওয়ান মোর জিরো কমিউনিকেশনস লিমিটেডের ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত কাগজপত্র যাচাই করা হয়েছে। এই সময়ে প্রতিষ্ঠানটি যে সেবা ও বিজ্ঞাপন খাতে প্রদান করেছে, তাতে কোনো ভ্যাট দেওয়া হয়নি। চার বছরে সেবা ও বিজ্ঞাপন খাতে সুদসহ ১১ কোটি ১৫ লাখ ৫ হাজার ২০৫ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানে ব্যয় বা কেনাকাটায় চার বছরে সুদসহ ১২ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৯২৯ টাকা উৎসে ভ্যাট ফাঁকি দিয়েছে। একই সময়ে স্থান ও স্থাপনা ভাড়ার উপর সুদসহ এক লাখ ৬২ হাজার ২৮২ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। সেবা খাত, ব্যয় ও স্থাপনা ভাড়ার উপর চার বছরে প্রতিষ্ঠানটি সুদসহ মোট ২৪ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৪১৬ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

এই বিষয়ে ভ্যাট গোয়েন্দার একজন কর্মকর্তা জানিয়েছেন, নিরীক্ষায় প্রায় ২৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের সব কাগজপত্র যাচাই করা হয়েছে। ফাঁকি দেওয়া ভ্যাট আদায়ে নিয়ম অনুযায়ী প্রতিবেদন ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।

ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, ভ্যাট গোয়েন্দার প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির ফাঁকি দেওয়া ভ্যাট আদায়ের জন্য এরই মধ্যে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কোম্পানি শুনানিতে আসবে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অপরদিকে, ওয়ান মোর জিরো কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারজানা মুন্নী বলেন, আমরা সব সময় সরকারের ভ্যাট-ট্যাক্স ঠিকমতো পরিশোধ করে আসছি। ২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকির বিষয়টি আমি প্রথম শুনেছি।

সূত্রমতে, কৌশিক হোসেন তাপসকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে ডিএমপির উত্তরা-পূর্ব থানার পুলিশ। মিডিয়া অঙ্গনে আলোচিত-সমালোচিত কৌশিক হোসেন তাপস। তার দখল করা ‘গানবাংলা চ্যানেলে’ গানের আড়ালে চলত রঙ্গলীলা। দেশি-বিদেশি অভিনেত্রী-শিল্পীদের ব্যবহার করা হতো প্রভাবশালী রাজনীতিবিদ-ব্যবসায়ী ও আমলাদের মনোরঞ্জনের জন্য। বিভিন্ন সময় ভুক্তভোগী নারীরা এসব বিষয়ে তাপসের বিরুদ্ধে যথাযথ স্থানে অভিযোগ করেছিলেন। কিন্তু ওপরের মহলের বিশেষ সুবিধাপ্রাপ্ত তাপস সব সময় ছিলেন অধরা। আওয়ামী লীগ সরকার পতনের পরে তাপসের সাজানো বাগানেও ধস নামে। আওয়ামী লীগের আমলে জিরো থেকে হিরো হন তাপস। নিজের স্ত্রীর কাঁধে ভর দিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তিনি। রাজনীতিবিদ ও আমলাদের থেকে নিয়েছেন সুবিধা, বিনিময়ে তাদের টাকাও বিদেশে পাচার করেন এই দম্পতি।

সূত্র আরও জানায়, ২০০৬-০৭ সালের দিকে একটি টেলিভিশনে প্রোগ্রামের আয়োজন করেন তাপস। এর মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন তিনি। সখ্য বাড়ে মিডিয়া অঙ্গনে ও সংগঠনে। এই সুযোগে পরিচয় হয় মধ্যপ্রাচ্যে ব্যবসা করা এক ব্যক্তির স্ত্রী ফারজানা মুন্নির সঙ্গে। যিনি রূপচর্চা ও ফ্যাশন এক্সপার্ট হিসেবে পরিচিত। তাপসের কথায় ও গিটারের সুরে মুগ্ধ হন মুন্নি। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের তথাকথিত ভাতিজি মুন্নি প্রেমে পড়েন তাপসের। আগের স্বামীকে তালাক দিয়ে তাপসকে বিয়ে করেন যুব মহিলা লীগের নেত্রী মুন্নি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিউটিশিয়ান হিসেবেও নিজেকে পরিচয় দিয়েছেন মুন্নি। এভাবে আওয়ামী লীগের অঙ্গনে তাপসের প্রবেশ ঘটে।

লোটাস কামালের প্রভাব খাটিয়ে মিডিয়া অঙ্গনে নিজেকে মাফিয়া হিসেবে প্রতিষ্ঠিত করেন তাপস। ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রীর গান বাংলা চ্যানেলটি দখল করেন তাপস। রবিশঙ্করকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেন তাপস। সেই ভয়ে সপরিবারে দেশ ত্যাগ করেও শাস্তি পেতে হয় তাকে। ২০১৬ সালের ১২ এপ্রিল তাপস প্রভাব খাটিয়ে রবিশঙ্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠিও দিয়েছেন রবিশঙ্কর। তাতেও কোনো লাভ হয়নি। দখল করা গান বাংলার মাধ্যমে মিডিয়া জগতে আধিপত্য শুরু হয় তাপসের।

গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ী পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এ মামলাতেই তাপসকে ৯ নম্বর আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ ব্যবসায়ী বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। সূত্র: বিজনেসবার্তা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

                       © All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব