নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শনিবার (৮মার্চ ) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওেয় ইফতার আয়োজনে ডিসিসিআই সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ সকলকে এ অনুষ্ঠানে স্বাগত জানান।
রমজানে তিনি ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি না করার দিকে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান। এর পাশাপাশি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা করার কথাও বলেন তিনি। এছাড়া ব্যবসায়ীদের খাদ্যে ফরমালিন, কার্বাইডের মত ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার না করার জন্যও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশষ্ট ব্যবসায়ী, ব্যাংকার, অর্থনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী ও সহসভাপতিমো. সালিম সোলায়মান, পরিচালক এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম। এছাড়া অনুষ্ঠানে ডিসিসিআই এর সাবেক সভাপতি, সহসভাপতিসহ বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।