1. pressjonaed@gmail.com : Jonaed Mansur : Jonaed Mansur
  2. admin@banglargourab.com : banglarg :
  3. infobanglargourab@gmail.com : Rumi Jonaed : Rumi Jonaed
আর প্রজা নয়, নাগরিক হিসেবে রাষ্ট্রের হিস্যা বুঝে নিতে হবে: হাসানাত আব্দুল্লাহ - দৈনিক বাংলার গৌরব
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০১|

আর প্রজা নয়, নাগরিক হিসেবে রাষ্ট্রের হিস্যা বুঝে নিতে হবে: হাসানাত আব্দুল্লাহ

নিউজ সোর্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : দেশ এক রাজনৈতিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে, যেখানে জনগণ আর প্রজা থাকবে না, বরং নাগরিক হিসেবে তাদের অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জুলাই অভ্যুত্থা‌নে সাতক্ষীরার শহীদ পরিবার, আহত ও কারাবরণকারীদের সম্মাননা প্রদান ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ সাতক্ষীরার মানুষের সংগ্রামী ভূমিকার প্রশংসা করে বলেন, ‘দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এই জেলার মানুষ রাজনৈতিক কারণে নির্যাতিত ও নিপীড়িত হয়ে আসছে। রাজনৈতিক ট্যাগিংয়ের মাধ্যমে যেভাবে সাতক্ষীরার মানুষকে নিপীড়ন ও দমন করা হয়েছে, তা ইতিহাসে বিরল।’

গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাতক্ষীরার মানুষ সব সময় পাশে থেকেছে বলে জানান এই তরুণ ছাত্রনেতা। বলেন, ‘দক্ষিণবঙ্গের মানুষের এই আত্মত্যাগ ও অবদান আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

‘আমরা এমন এক রাজনৈতিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, যেখানে জনগণ আর প্রজা থাকবে না, বরং নাগরিক হিসেবে তাদের অধিকার ফিরে পাবে।’ যোগ করেন হাসনাত আব্দুল্লাহ।

দীর্ঘ এক দশকের লড়াইয়ে দুই হাজার এর বেশি সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং ২০ হাজা‌রের বেশি আহত হয়েছেন জানিয়ে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক বলেন, ‘এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের অধিকার আদায়ের সময় এসেছে। এখন আমাদের আর প্রজা হিসেবে নয়, নাগরিক হিসেবে রাষ্ট্রের হিস্যা বুঝে নিতে হবে।’

হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের অর্থনৈতিক মুক্তি, জাতিগত সমৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক উন্নতির জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যারা ক্ষমতায় বসে ছিল, তারাই বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা বাংলাদেশকে আওয়ামী দখলদারমুক্ত করতে সক্ষম হয়েছি। আওয়ামী জাহিলিয়াতের সময় থেকে আমরা দেশকে পরিত্রাণ দিয়েছি। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আর কখনো ফ্যাসিবাদ পুনর্বাসিত না হয়।’

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগামীকাল আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি, গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তিত্ব ও মানুষ ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হবে। আমাদের রাজনৈতিক দল এদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অব্যাহত রাখবে এবং আর কখনো যেন জালিমের শাসন কায়েম না হয় সে লক্ষ্যে কাজ করবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই কর্মসূচি শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। অনুষ্ঠানে জেলার শহীদ পরিবারের সদস্য, আহত ও কারাবরণকারীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন।

উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সংগঠক হাসিবুল হাসান রুমন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ও মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান রনি, রিজাউন পারভেজসহ জেলার সকল উপজেলার ছাত্র প্রতিনিধি।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

                       © All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব