1. pressjonaed@gmail.com : Jonaed Mansur : Jonaed Mansur
  2. admin@banglargourab.com : banglarg :
  3. infobanglargourab@gmail.com : Rumi Jonaed : Rumi Jonaed
রাজবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের বাজারের আয়োজন - দৈনিক বাংলার গৌরব
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:২১|

রাজবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের বাজারের আয়োজন

মেহেদি হাসান রাজু, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২ টাইম ভিউ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের জন্য ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে৷ রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ করে ন্যায্য মূল্যের বাজার নামে খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

শুরুতে টেবিলে সাজানো হয় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের সবজি ও ফল। পরে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ও ফুলের ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।

এসময় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বর্তমানে বিভিন্ন কারণে বাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বাজার করতে গিয়ে হিমসিম খাচ্ছে। এই পবিত্র রমজানে তাদের কেনাকাটার সুবিধার জন্য অর্থাৎ অতিরিক্ত মূল্য দিয়ে যাতে কিছু কিনতে না হয় সেই লক্ষেই আমাদের এই আয়োজন।

এখানে স্টল নিয়েছেন বেশ কয়েকজন সবজি চাষি। যারা তাদের ক্ষেত থেকে সরাসরি সবজি সরবরাহ করছেন এই বিক্রয়কেন্দ্রে। বিভিন্ন সবজির স্টল নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী এর শিক্ষার্থীরাও। পাশাপাশি সেখানে কার্ড ছাড়াই জনসাধারণের জন্য প্রতিদিন ৮শ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রির আয়োজন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার শাখার আহবায়ক মীর মাহমুদ সুজন বলেন, আমরা বাজারের থেকেও কম দামে বিভিন্ন সবজি ও ফল বিক্রি করছি। এতে ক্রেতাদের টাটকা সবজি ও ফল কিনতে বাজারের তুলনায় অনেক কম অর্থ গুণতে হচ্ছে।

এখান থেকে পণ্য কেনার সুবিধা সম্পর্কে জানতে চাইলে ক্রেতা রিপন মন্ডল বলেন, আমি একটি তরমুজ কিনেছি যার বাজার মূল্য প্রায় ৪শ টাকা। এখানে আমি সেটা ২শ ৭০ টাকায় কিনতে পারছি। আয়োজনটা আমার কাছে খুবই ফলপ্রসূ মনে হয়েছে৷

বুধবার ৫ মার্চ শুরু হওয়া এ কর্মসূচি চলবে ঈদের পূর্ব পর্যন্ত। প্রতিদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই বিক্রয়কেন্দ্রের বেচাকেনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

                       © All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব