1. pressjonaed@gmail.com : Jonaed Mansur : Jonaed Mansur
  2. admin@banglargourab.com : banglarg :
  3. infobanglargourab@gmail.com : Rumi Jonaed : Rumi Jonaed
৬৪০ কোটি টাকায় নির্মাণ হবে দুটি করে বাফার গুদাম ও সেতু - দৈনিক বাংলার গৌরব
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫৯|

৬৪০ কোটি টাকায় নির্মাণ হবে দুটি করে বাফার গুদাম ও সেতু

নিউজ সোর্স
  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০ টাইম ভিউ
সার ও ফসফরিক এসিড

নিজস্ব প্রতিবেদক : সার সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে বাফার গুদাম নির্মাণ এবং শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল সেতু ও বাকেরগঞ্জ উপজেলার পান্ডব নদীর ওপর ৬৭৮.৪০ মিটার সেতু নির্মাণের পৃথক তিনটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৬৪০ কোটি ৩৬ লাখ ২২ হাজার ২৫৪ টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এসব প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় মাগুরায় একটি ও চাঁদপুরে একটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ দুটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। তার মধ্যে দুটি প্রস্তাব আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) এআইএল এবং (২) এলসিএল, ফরিদপুর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১২৮ কোটি ২১ লাখ ৮৮ হাজার ২৫৪ টাকা।

‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর গুদারাঘাটের কাছে শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল ব্রিজ নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দেয়। চারটি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) জিবিসি; এবং (২) জিএসডিসি, চায়না প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩৯৪ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় পান্ডব নদীর উপর ৬৭৮.৪০ মিটার সেতু নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দেয়। তার মধ্যে দুটি কারিগরিভাবে রেসপনসিভ হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) মো. মঈনুদ্দিন লিমিটেড, (২) মেসার্স হামীম ইন্টারন্যাশনাল এবং (৩) মো.রাশেদউজ্জামান সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৫০ লাখ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

                       © All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব