জেলা সংবাদদাতা, খুলনা : খুলনায় বুধবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতা-কর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে শুরু করেন। এসময় আন্দোলনকারীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’ ছিল খুলনায় আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু। এই বাড়িতে হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও কয়েকজন ভাই থাকতেন।
২০২৪ সালের ৪ আগস্ট প্রথমবারের মতো ছাত্র-জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। সে সময় বাড়িতে কেউ ছিলেন না। পরবর্তীতে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বাড়িটিতে পুনরায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর বাড়িটিতে শুধু ইট-পাথরের কাঠামোই অবশিষ্ট ছিল।
জেএম/এমজে