1. pressjonaed@gmail.com : Jonaed Mansur : Jonaed Mansur
  2. admin@banglargourab.com : banglarg :
  3. infobanglargourab@gmail.com : Rumi Jonaed : Rumi Jonaed
ট্রাম্প সত্যি কানাডা দখল করতে চান: ট্রুডো - দৈনিক বাংলার গৌরব
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৯:৪৬|

ট্রাম্প সত্যি কানাডা দখল করতে চান: ট্রুডো

নিউজ সোর্স
  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭ টাইম ভিউ

বাংলার গৌরব ডেস্ক: কানাডা নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, সত্যিকার অর্থেই কানাডার এলাকাবিশেষ অধিগ্রহণ করতে চান ট্রাম্প।

শুক্রবার টরন্টোয়ে এক সম্মেলনে মাদক কারবার বন্ধ, সীমান্তে নিরাপত্তা জোরদার, অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। খবর এএফপির।

এই আলোচনার পর ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের। এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য-সুবিধা নেওয়ার জন্য নয়।

তিনি বলেন, কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে।

ট্রাম্প কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চেয়েছিলেন। এই সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ট্রাম্প। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য এবং ট্রুডোকে গভর্নর হওয়ার কথা বলেছেন। এদিকে শুল্ক নিয়ে কানাডার দুশ্চিন্তা এখনো কমেনি। তাই টরন্টোয় ব্যবসায়ী প্রতিনিধি ও তার দল লেবার পার্টির নেতাদের নিয়ে বসেছিলেন ট্রুডো।

ট্রুডো বলেন, ‘আমাদের খনিজ সম্পদ সম্পর্কে তারা (ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা) জানেন। এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন, সেটাও তারা জানেন। এই সম্পদ নিজেদের করার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হলো কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা।’

লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে।

এদিকে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের আমেরিকান বন্ধুরা জানেন, তাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য, জ্বালানি নিরাপত্তা জন্য এবং এমনকি তাদের জাতীয় নিরাপত্তার জন্যও কানাডাকে প্রয়োজন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

                       © All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব