ফেনী সংবাদদাতা: গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকালে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মুন্সি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য আলতাফ হোসেন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্নআহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলি, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন,জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এম ফখরুদ্দিন ভুঁইয়া, কালিদহ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।