আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে তার যুদ্ধে জড়ানো ঠিক হয়নি বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এমন মন্তব্যের ফলে দুই নেতার মধ্যে বিভেদ আরো গভীর হতে পারে।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয় গত ১৮ ফেব্রুয়ারি। কিন্তু সেখানে রাখা হয়নি ইউক্রেনকে। আমন্ত্রণ না জানানোর বিষয়টি ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। এ নিয়ে তার প্রতিক্রিয়ার জানানোর পর ট্রাম্প এমন মন্তব্য করলেন।
মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন এক রিসোর্টে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জেলেনস্কি জো বাইডেনকে তবলার মতো বাজিয়েছিলো।”
জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ অবিহিত করে ট্রাম্প বলেন, “আপনার এটা (যুদ্ধ) শুরু করা উচিত ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন।”
গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না।”
এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনের নেতার প্রতি জনসমর্থনের হার ৪ শতাংশে নেমে এসেছে।
বুধবার সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছেন।
জেলেনস্কি বলেন, এটা অপতথ্য। ইউক্রেনের কাছে ‘প্রমাণ’ আছে যে, ৪ শতাংশ জনসমর্থনের অপতথ্য রাশিয়া ছড়িয়ে দিচ্ছে এবং এই পরিসংখ্যানগুলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা করা হচ্ছে।