1. pressjonaed@gmail.com : Jonaed Mansur : Jonaed Mansur
  2. admin@banglargourab.com : banglarg :
  3. infobanglargourab@gmail.com : Rumi Jonaed : Rumi Jonaed
ঢাকা চেম্বার এবং শারজাহ চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিটুবি অনুষ্ঠিত - দৈনিক বাংলার গৌরব
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৯:৪৬|

ঢাকা চেম্বার এবং শারজাহ চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিটুবি অনুষ্ঠিত

উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪ টাইম ভিউ

বাংলার গৌরব ডেস্ক: শারজায় বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহের পণ্য রপ্তানি ও বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর মধ্যকার সমঝোতা স্মারক গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শারজাহ চেম্বারে স্বাক্ষরিত হয়। ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ এবং শারজাহ চেম্বারের চেয়ারম্যান আব্দুল্লাহ সুলতান আল ওয়াইস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ মুহুর্তে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ-এর নেতৃত্বে ২৯ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাত সফর করছে।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বাংলাদেশের অবকাঠামো খাতে শারজাহ’র উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ যেমন সম্প্রসারিত হবে, একই সাথে বাংলাদেশে অন্যান্য দেশ বিনিয়োগে আকৃষ্ট হবে। এছাড়াও বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর সক্ষমতা কাজে লাগিয়ে বিশেষ করে তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য শারজাহ’র উদ্যোক্তাদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ বান্ধব পাট পণ্যের বহুমুখীকরণে শারাজাহ’র উদ্যোক্তাদের বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বর্তমানে ইউএই ভিত্তিক একটি ব্যাংক বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তবে শারজাহ ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের কার্যক্রম বাংলাদেশে আরো সম্প্রসারিত হলে, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সস্প্রসারণের সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি জানান, বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতে চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স ও হোম এ্যাপ্লায়েন্স, পাদুকা ও ফুড প্রসেসিং প্রভৃতি খাতে শারজাহ’র উদ্যোক্তাবৃন্দ বিনিয়োগ করতে পারে। বাংলাদেশের লজিস্টিক খাতের উন্নয়নে শারজাহ’র অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের আহ্বান জানান তাসকীন আহমেদ। দক্ষিণ এশিয়া সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের বাজারে ইউএই’র প্রতিষ্ঠানগুলোর পণ্য রপ্তানি বৃদ্ধিকল্পে বাংলাদেশ অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

শারজাহ চেম্বারের চেয়ারম্যান আব্দুল্লাহ সুলতান আল ওয়াইস বলেন, বিগত কয়েক দশকে বাংলাদেশের উৎপাদিত তৈরি পোষাক সহ অন্যান্য পণ্য আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং এই রপ্তানির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত আশাব্যাঞ্জক। বিশেষকরে পূর্ব এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন, তবে এক্ষেত্রে ইউএই অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতে পারে। তিনি জানান, প্রায় ১ মিলিয়নের অধিক বাংলাদেশী বিভিন্ন পেশায় ইউএইতে কর্মরত রয়েছে, তবে বাংলাদেশীদের অধিকহারে কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য মানব সম্পদের দক্ষতা উন্নয়নের উপর আরো বেশি হারে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি জানান।

অনুষ্ঠানে শারজাহ চেম্বারের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের সাথে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সদস্যদের বিটুবি ম্যাচ-মেকিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দুদেশের উদ্যোক্তাদের নিজেদের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনায় যোগদান করেন।

ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান সহ ডিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

                       © All rights reserved 2025 দৈনিক বাংলার গৌরব