নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ঃ নেছারাবাদে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের জামায়াতের মনোনিত প্রার্থী আলহাজ শামীম সাঈদী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ছারছীনা দরবার শরীফের ছোট পীর শাহ্ মো. আরিফ বিল্লাহ সিদ্দিকী, পিরোজপুর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা মজলিসে শূরার সদস্য মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, স্বরূপকাঠি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নেছারাবাদ ফোরাম ঢাকা’র সেক্রেটারি ফেরদৌসুর রহমান রুমি, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মো. গোলাম আযম আছলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ।