বাংলার গৌরব ডেস্ক: ঈদকে সামনে রেখে দেশজুড়ে কেনাকাটার হিড়িক চলছে। তবে এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কতামূলক স্ট্যাটাস নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মেহেদী হাসান তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন— “ঈদ উপলক্ষে দুলাভাইয়ের সাথে শালি কে কেনাকাটা করতে মার্কেটে দিবেন না। আছিয়ার কথা স্মরণ করে সকল গার্ডিয়ানরা সতর্ক থাকবেন।”
এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এটি শেয়ার করে তাদের মতামত ব্যক্ত করেন। বেশিরভাগ মন্তব্যেই অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে তরুণীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মত দিয়েছেন অনেকে।
সম্প্রতি দেশে নারী ও কিশোরীদের প্রতি হয়রানির নানা ঘটনা সামনে এসেছে। বিশেষত মার্কেট, গণপরিবহন ও জনসমাগমস্থলে নিরাপত্তাহীনতার অভিযোগ বারবার উঠছে। আছিয়া নামটি স্ট্যাটাসে উল্লেখ থাকায় অনেকে ধারণা করছেন, এটি কোনো বাস্তব ঘটনার প্রতি ইঙ্গিত করছে, যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঈদের সময়ে কেনাকাটার আনন্দের পাশাপাশি সবাইকে সতর্কও থাকতে হবে, যাতে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন।