প্রয়োজনে বৈশাখী ঝড়”:
মো. আকতার হোসেন
চাই তুমূল ঝড়ো হওয়া
যেন কাল বৈশাখীর ঝড়,
শোষন বঞ্চনার নিতে প্রতিশোধ
উপড়াতে হবে জালিমের ঘর।
৫২ থেকে আর কতকাল
খড়-কুটার মতো উড়বো ঝড়ে,
৬৬ আর ৬৯ পেরিয়ে
ভাবলাম- “বিজয় একাত্তরে”।
কিন্তু ৭৫-এর সামরিক শাসনে
দেশের পিতা হারালো জাতি,
৮৩-৯০ এর বিজয়ের পরও
জনতার পূরণ হয়নি ক্ষতি।
নির্মূল হলো না গণ শোষণ
প্রশ্নবিদ্ধ আবারো গণমুক্তি,
নতুন শতাব্দীর আগমনেও
শোষণ নির্মূলে ঐক্যহীন গণশক্তি।
আমজনতার মুক্তি না হওয়ায়
২৪-এ আবারো “দমকা বাতাস”,
বুক বেঁধেছি অনেক আশায়
নেবো সবাই “মুক্তির নিঃশ্বাস”।
সব নাগরিকের হবে অধিকার
পাবো শোষণ থেকে মুক্তি,
উন্নয়ন হবে সব মানুষের
জাগবে একতার শক্তি।
তবুও শঙ্কিত এখনো আমরা
প্রত্যাশা করি রাষ্ট্র সংস্কার,
গণমানুষের মুক্তির তরে
যা এখনই জরুরি দরকার।
আবারো যদি চলে ধোঁকাবাজি
শিকার হই “তোমাদের” প্রতারণার,
তবে জেনে রেখো নিশ্চিত
বৈশাখী ঝড়েই হবে “তোমরা চুরমার”